Wednesday, January 6, 2016

এখানে একটি MS Access প্রোগ্রাম ব্যবহার করে একটি Invoice System তৈরি করা হয়েছে। প্রোগ্রামটির কোড সমূহ উন্মুক্ত রাখা হয়েছে যাতে আগ্রহীরা কোডসমূহ দেখতে পারে এবং নিজেরা মডিফাই করতে পারে। আসুন দেখি কিভাবে এটি ব্যবহার করতে হবে।


(১) ফাইলটি খুললে নিচের ছবির মত Page দেখাবে।


(২) Invoice তৈরির জন্য Invoices Button এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি পেজ আসবে। নতুন Invoice তৈরির জন্য New button এ ক্লিক করুন। আপনার ডাটা এন্ট্রি করুন। এন্ট্রি শেষে Save button এ ক্লিক করুন। এখন View Button এ ক্লিক করে Invoice টি দেখতে ও প্রিন্ট করতে পারেন। Print Button এ Click করে সরাসরি প্রিন্ট করতে পারেন।এখানে Invoice টি দোকানের প্যাডে প্রিন্ট করার মত করে ডিজাইন করা হয়েছে (নিচের Screen Shot দেখুন)। আপনি চাইলে আপনার মত করে ডিজাইন করে নিতে পারেন। দোকান বা প্রতিষ্ঠানের নাম লগো ব্যবহার করতে পারেন।


(৩) কোন আইটেম Add বা Edit করার জন্য Add Item button এ ক্লিক করুন।

(৪) Model, Brand, Price ইত্যাদি Add বা Edit করার জন্য Add Models Button এ ক্লিক করুন। Price টা শুধুমাত্র দোকানদার নিজে দেখার জন্য।

(৫) সকল আইটেম একসাথে দেখার জন্য View All Items button এ ক্লিক করুন। এখান থেকেও আপনি বিভিন্ন তথ্য মডিফাই করতে পারবেন।

# Feel free to contact if you have any query about this post harun24hr@hotmail.com

3 comments:

  1. I could not run in Access-2010 the Invoice_System. How can I Run it in Access-2010.
    Thanks

    ReplyDelete
  2. What message it gives? Can you provide me a screenshot to harun24hr@gmail.com

    ReplyDelete

Categories

Featured Post

Excel Advance: How to filter data of a column that have specific word?

Suppose I have list of animal (See screenshot). I want to filter data which have word cat. So, for filtering data with word cat use th...

Recent Comments

Popular Posts